Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

রাজপুত্তুর রাজপুত্তুর ।। অপূর্বকুমার কুণ্ডু

ছড়ার সঙ্গে আমাদের অর্ন্তযোগ শিশুবেলাতেই। ভূমিষ্ট হওয়ার পরপরই লোকসাহিতের এই শাখাটির সঙ্গে পরিচয় করিয়ে দেন আমাদের মা-ঠাকুরমায়েরাই। 

শৈশবে ছড়া আমাদের মনের মাঝে রুপোর কাঠি, সোনার কাঠি হয়ে ধরা দেয়। নিয়ে যায় রূপকথার রাজ্যে।রাজা-রানি, রাজকুমার, রাজকুমারী, কোটাল, সেনাপতি, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী, পক্ষ্মীরাজ, দৈত্য-দানব আরো কত কী এসে হাজির হয় ছড়ার স্পর্শে। আমাদের মনোরঞ্জনের ও মনোবিকাশের সঙ্গী হয়ে ওঠে। সেকরাণেই ছড়ার জনপ্রিয়তা সর্বাধিক সর্বাত্মক। পৃথিবীর সব দেশেই, সব খানেই ছড়া বিরাজমান। সভ্যতার প্রদোষলগ্ন থেকেই ছড়া আমাদের অতীব প্রিয়, ভালোবাসার। আর রূপকথা তো আমাদের ইচ্চেপূরণের জাদুমন্ত্র। আমাদের প্রাণশক্তি। যা কঠিন বাস্তবে একেবারেই অসম্ভব তা রূপকথার জাদুমন্ত্রে একনিমেষেই প্রাণবন্ত হয়ে ওঠে।

“চিরকালের ছেলেবেলা” প্রকাশনা বিভাগ প্রকাশ করল এমনই একটি ছড়াগ্রন্থ, যা ছোটো-বড়ো সকলের মন জয় করে নেবে, নেবেই।

লেখক পরিচিতি : শিশু সাহিত্যের আঙিনায় পা রাখাটা যতটাই সহজ, সেখানে শিশুদের উপযোগী সাহিত্য তা সে ছড়া কবিতাই হোক কিংবা গল্প-উপন্যাস, রচনা করা ঠিক ততটাই কঠিন। এই কঠিন কাজটি অতি সযতনে, সচেতনার সঙ্গে যিনি নিয়মিতভাবে করে চলেছেন তিনি সকলের প্রিয় অপূর্বকুমার কুণ্ডু। শিশু-কিশোর উপযোগী প্রতিটি সৃষ্টি তাঁকে এই সময়ের শিশু সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিহ্নিত করে রেখেছে। তাঁর মতো করে প্রকৃতির এত রং এত রূপ খুব কম জনের লেখনীতে দেখা যায়। শুধু ছোটোরাই নয়, তাঁর সহজ কথায় সাবলীল শব্দ চয়নে লেখা প্রতিটি রচনাই পাঠকদের ভালো লাগানোর বিষয়ে তিনি খুবই যত্নশীল। প্রকৃত অর্থে একজন রবীন্দ্র অনুরাগী, একজন নিপাট শান্ত মিশুকে এবং সদা হাস্যময় শিশু-কিশোরদের জন্য নিবেদিত প্রাণ।

অলংকরণ ও প্রচ্ছদ : সুব্রত ভদ্র

ঠকঠকে ন্যাচারাল কাগজ  #  ঝকঝকে ছাপা  #  ৪০ পাতা  # ছোটোদের উপহার দেওয়ার মতো বই।

মূল্য : ১২০ টাকা

(১৫% ছাড়ে অন্য বইয়ের সঙ্গে নিলে ফ্রি হোম ডেলিভারি)। বাড়িতে বসেই বইটি পেতে হোয়াটস অ্যাপ করুন ৯০০৭৭৬৭৫৫১ নম্বরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ