Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

রাতের অতিথি ।। শিউলী জানা প্রামানিক


কথিত আছে, জমিদারের বাগান বাড়িতে একসময় নাচ,গানের আসর বসতো। আর যত দুষ্টু লোক ছিল, মানে যারা অন্যায় কাজ করতো , তাদের ধরে এনে ওই বাগানবাড়িতে আটকে রাখা হত। তাদের বেশিরভাগই এখানে মারা যেত।  এই বাগান বাড়ি ছিল বিপ্লবীদের গোপন ডেরা। তাই বাগান বাড়িতে মাটির নিচে গুপ্ত কুঠুরি ছিল। সেখানেই বসতো বিপ্লবীদের গোপন আলোচনা সভা। বহু স্বাধীনতা সংগ্রামীর পদধূলি পড়েছিল, এই বাগান বাড়িতে। দেশ স্বাধীন হওয়ার পর কেটে গেছে দশ বছর। জমিদারদের পূর্ব পুরুষরাও অনেকেই বিদায় নিয়েছে পৃথিবী থেকে। সে সময় বর্তমান পুরুষরা এই বাগান বাড়িতে একটা মহিলা কলেজ শুরু করেন। শুরুতে অল্প কয়েকজন পড়ুয়া থাকলেও আজ এক নামকরা কলেজ , পড়ুয়ার সংখ্যা হাজার হাজার। বেশ কয়েকটি হস্টেল বিল্ডিংও আছে। সেই বাগান বাড়ির নিচের তলায় এখন কলেজের অফিস রুম হয়েছে। ওপরের দুটো তলাতে গানের ক্লাস আর গানের পড়ুয়াদের থাকার ব্যবস্থা। 

একদিন মাঝরাতে ঘুম আসছিল না বলে পৌলমী পায়চারি করছিল বাগান বাড়ির বারান্দায়। সে গানের পড়ুয়া। তাই ওই বাড়িতেই ওর হস্টেল রুম। বারান্দায় ছোট ছোট আলোয় আলো-আঁধারি পরিবেশ। এখানে জমিদারদের নাচ-গানের আসর বসতো যে ঘরে তা সবসময়ই বন্ধ থাকতো। শুধু বছরের একদিনই সে ঘর খোলা হয়। কলেজের প্রতিষ্ঠার দিন। পৌলমী হঠাৎ শুনতে পেলো ঘুঙুরের আওয়াজ। গুনগুন গানে ঘরের মধ্যে যেন হাসি-ঠাট্টার মজলিস বসেছে। কিন্তু কেমন করে সম্ভব! ভয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে আসে। ইচ্ছে করে ছুটে ওর ঘরে ফিরে যায়। অবশ পাগুলোকে টানতে টানতে ওর ঘরে ঢুকে বিছানায় সংজ্ঞা হারায়। পরেরদিন সকাল ছিল একটা নতুন স্বাভাবিক সকাল। পৌলমী সে রাতের ঘটনা ওর বন্ধুদের বলতে, তারা বললো আরেকটি ঘটনার কথা। 

অনতিদূরের এক হস্টেল বিল্ডিংয়ে থাকতো স্নেহা। ভূগোলের ছাত্রী ছিল। স্নেহাও এক রাতে রাস্তার ল্যাম্প পোস্টের নিচে এক সাদা কাপড়ে ঢাকা ছায়ামূর্তি দেখেছিল। রাতে হস্টেল পাহারা দেয় সিকিউরিটি দাদারা। কিন্তু ওই সাদা কাপড়ের আড়ালে কে ছিল!  স্নেহার কয়েকজন সহপাঠীও সেদিন ওর সঙ্গী হয়েছিল। ওরা দেখলো ছায়ামূর্তিটা পাশের বিল্ডিংয়ের বন্ধ গেটের কাছে গিয়ে কেমন হাওয়ায় মিলিয়ে গেল। ভুতের ভয়ে সবাই দৌড়তে গিয়ে হুড়মুড়িয়ে একে অপরের ওপর পড়ে যায়। 

আমি ছিলাম ওই স্নেহার এক সহপাঠী। আজও ঘটনাটা চোখে ভাসে। আজও কলেজ আর কলেজ হস্টেল তরতরিয়ে  চলছে। শুধু কলেজের নামটা নাইবা বললাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ