লিখুন- অল্প কথার গল্প আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।
প্রতিযোগিতা সম্পর্কে কিছু কথা :
* অনধিক ৫০০ শব্দের গল্প।
* ৩০ জুলাই ২০২৩ তারিখের মধ্যে পাঠাতে হবে।
* appchhelebela@gmail.com এই ই-মেলে সরাসরি টাইপ করে লেখা পাঠাতে হবে।
* ই-মেলের Subject-এ লিখবেন "ভূতে ভয়"।
* মনোনীত গল্পগুলি প্রকাশিত হবে চিরকালের ছেলেবেলা অ্যাপে এখন থেকেই।
* প্রকাশিত গল্পগুলি থেকে আমরা পুরস্কারের জন্য বেছে নেব কিছু।
* প্রকাশিত গল্পগুলির সকল-লেখককে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে।
* লেখার সঙ্গে লেখকের সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর থাকা আবশ্যক।
* ফলাফল প্রকাশিত হবে ১৫ই আগস্ট ২০২৩।
* এই প্রতিযোগিতার বাছাই করা গল্পগুলি নিয়ে প্রকাশিত হবে অলংকরণ সমৃদ্ধ "ভৌতিক গল্প সংকলন"।
* প্রকাশনা থেকে সংকলন গ্রন্থের সৌজন্য কপি দেওয়া সম্ভব নয়।
0 মন্তব্যসমূহ