কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবার এমন প্রয়াস রবীন্দ্রপ্রেমীদের যথেষ্ট আনন্দ দেবে। অপূর্বকুমার কুণ্ডুর লেখা এই বইটির সবকটি কবিতাই যেকোনও অনুষ্ঠানে পাঠ ও আবৃত্তিযোগ্য। ছোটো-বড়ো সকলেরই সংগ্রহে রাখার মতো।
রয়েছে কবিগুরুর বেশকিছু ছবি এবং পাণ্ডুলিপি।
লেখক পরিচিতি : শিশু সাহিত্যের আঙিনায় পা রাখাটা যতটাই সহজ, সেখানে শিশুদের উপযোগী সাহিত্য তা সে ছড়া কবিতাই হোক কিংবা গল্প-উপন্যাস, রচনা করা ঠিক ততটাই কঠিন। এই কঠিন কাজটি অতি সযতনে, সচেতনার সঙ্গে যিনি নিয়মিতভাবে করে চলেছেন তিনি সকলের প্রিয় অপূর্বকুমার কুণ্ডু। বসুমতী চাল যেমন তার সুবাস ছড়িয়ে সকলের থেকে অন্যরূপে নিজের জাত চিনিয়ে দেয়, তেমনই শিশু-কিশোর উপযোগী প্রতিটি সৃষ্টি তাঁকে এই সময়ের শিশু সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিহ্নিত করে রেখেছে। তাঁর মতো করে প্রকৃতির এত রং এত রূপ খুব কম জনের লেখনীতে দেখা যায়। শুধু ছোটোরাই নয়, তাঁর সহজ কথায় সাবলীল শব্দ চয়নে লেখা প্রতিটি রচনাই পাঠকদের ভালো লাগানোর বিষয়ে তিনি খুবই যত্নশীল। প্রকৃত অর্থে একজন রবীন্দ্র অনুরাগী, একজন নিপাট শান্ত মিশুকে এবং সদা হাস্যময় শিশু-কিশোরদের জন্য নিবেদিত প্রাণ।
প্রচ্ছদ ভাবনা : মানিক রায়
ঠকঠকে ন্যাচারাল কাগজ # ঝকঝকে ছাপা # ২৪ পাতা # ছোটোদের উপহার দেওয়ার মতো বই।
মূল্য : ৪০ টাকা
(১৫% ছাড়ে অন্য বইয়ের সঙ্গে নিলে ফ্রি হোম ডেলিভারি)। বাড়িতে বসেই বইটি পেতে হোয়াটস অ্যাপ করুন ৯০০৭৭৬৭৫৫১ নম্বরে।
0 মন্তব্যসমূহ