Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

সরষে ফুলের বিছানা ।। সেখ মনিরুল ইসলাম

ডাংগুলির কড়েটা বটগাছের গুঁড়িতে বিঁধে গেলে বাবলু বলে, দেখ দেখ ভোলা, সাদা দুধের মতো কেমন আঠা বেরুচ্ছে। ভোলা আঙুলের ডগায় একটুখানি নিয়ে বলল, ওটা আঠা নয় রে বাবলু, গাছের রক্ত। তারপর...

শিকারে বেরিয়ে তৃষ্ণার্ত হরিণকে দেখে গুলি ছোঁড়ার জন্য ট্রিগারে আঙুল দেওয়ার আগেই কোথা থেকে একটা মৌমাছি এসে রাজামশাইয়ের আঙুলে হুল ফুটিয়ে দিল। রাজামশাই তড়াক করে লাফিয়ে উঠলেন। তারপর...

ফুল ফুটলে তার খবর কেউ পাক বা না পাক, পোকামাকড়েরা পাবেই। আসলে ফুল যেন ওদের ডাকে- আয়রে মৌমাছি, আয়রে বোলতা, আয়রে পি¥পড়ে। তোদের জন্য মিষ্টিগন্ধ রেখেছি, মধু জমিয়ে রেখেছি, তোরা এসে নিয়ে যা। এমন ডাক শুনে ওরা কি থেমে থাকতে পারে! তারপর...

প্রকৃতি পরিবেশ সমাজ ভাবনার নির্যাস ‘সরষে ফুলের বিছানা’। এখানে মানুষ গাছ পাখি পশু পতঙ্গ মিলেমিশে একাকার। লেখক ছোটোদের মতো করে অবলীলায় সাজিয়ে দিয়েছেন প্রতিটি গল্পের অঙ্গ। পরিবেশের এই উপাদানগুলি দিয়ে এমন একটি জগৎ গড়ে উঠেছে গল্পগুলির সমবায়ে, যেখানে ছোটোরা অবাধে প্রবেশ করতে পারে, কল্পনার ডানায় ভর করে উড়তে পারে, রূপকথার রসাস্বাদন করতে পারে। 

লেখক পরিচিতি : শিশু কিশোরদের জন্য যাঁরা লেখেন, সেখ মনিরুল ইসলাম তাঁদের মধ্যে অন্যতম। ছোটোদের মনের জগতে অনায়াসে প্রবেশ করতে পারেন ছড়া-কবিতা ও গল্পের ডালি নিয়ে। বড়োরাও তাঁর লেখার মুগ্ধ পাঠক।

শিক্ষকতার সুবাদে তাঁর প্রতিটি দিন কাটে শিশু-কিশোরদের সান্নিধ্যে। ফলে শিশুমনস্তত্ত্ব তাঁর জানা। সেকারণেই একদিকে ছোটোদের কৌতূহল-আবদার মেটানো, অপরদিকে প্রকৃতি ও পরিবেশপাঠ দেওয়াতেও তাঁর লেখকসত্ত্বা বড়োই শিশুমনের অনুসারী ও স্বতঃস্ফূর্ত। তিনি লেখার জন্যই লেখেন না বরং মূল্যবোধ, সমাজ চেতনা, পরিবেশ সচেতনতা ও বিজ্ঞানমনস্কতার ভাবনায় জারিত তাঁর লেখা।

দুই বাংলার নানান পত্রপত্রিকায় তিনি লিখে চলেছেন। লেখালেখির সূত্রে বেশকিছু সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন ইতিমধ্যেই। লেখকের সুখ্যাত দুটি গ্রন্থ ‘মহাকাশে মহামানব’ (কল্পবিজ্ঞান উপন্যাস), ও ‘ছন্দে গাঁথা ছড়া কবিতা’ উল্লেখযোগ্য পাঠকপ্রিয়তা পেয়েছে। 

 প্রচ্ছদ ও অলংকরণ : দীপালি রায়

ISBN : 978-81-944575-1-0

রঙিন ছাপা  #  হার্ডবোড বাইন্ডিং  #  ঠকঠকে ন্যাচারাল কাগজ  #  ঝকঝকে ছাপা  #  ৮০ পাতা  # ছোটোদের উপহার দেওয়ার মতো বই।

মূল্য : ১৮০ টাকা

(১৫% ছাড়ে এবং ফ্রি হোম ডেলিভারি)। বাড়িতে বসেই বইটি পেতে হোয়াটস অ্যাপ করুন ৯০০৭৭৬৭৫৫১ নম্বরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ