২৭টি কবিতার সংকলন "নব চেতনা"। কবির কথায়- "নব চেতনায় উজ্জীবিত মন কিছু বাস্তবতাকে পুঁজি করে যেটুকু সঞ্চয় করেছি তা নিবেদন করার প্রয়াস মাত্র। মনের ইপ্সিত ইচ্ছাকে একটি সুতোয় বেঁধে ...।"
কবি পরিচিতি : নদীয়া জেলার একটি প্রত্যন্ত গ্রাম, নাম বহিরগাছি। ৮ জানুয়ারি ১৯৫৭ সালে কবি নারায়ণ চন্দ্র মজুমদারের জন্ম। শিক্ষার পাঠ শেষে কেন্দ্রীয় সরকারের শিক্ষা বিভাগে একজন গ্রন্থাগারিক পদে নিযুক্ত হন। টানা ৩৬ বছর অতিক্রান্ত করার পর জানুয়ারি ২০১৭-তে অবসর গ্রহণ করেন। বর্তমানে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে স্থায়ীভাবে বসবাস করছেন।
প্রচ্ছদ : মানিক রায়
ঠকঠকে কাগজ # ঝকঝকে ছাপা #
মূল্য : ১০০ টাকা
(১৫% ছাড়ে এবং ফ্রি হোম ডেলিভারি)। বাড়িতে বসেই বইটি পেতে হোয়াটস অ্যাপ করুন ৯০০৭৭৬৭৫৫১ নম্বরে।
0 মন্তব্যসমূহ