Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

মিনুর ছাতা ।। জয়ন্তী মণ্ডল

দিদির লাল ছাতাটা নিয়ে চুপিচুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল মিনু। তারপর এই রাস্তা ওই রাস্তা পেরিয়ে হাট-বাজার, মাঠঘাট এদিক-সেদিক ঘুরে বেড়ালো। তারপর...

বাবার কাছে রাজার বাড়ির গল্প শোনার পর থেকেই টুপুরের ইচ্ছে একবারটি দেখে আসে রাজার বাড়ি। রাজার বাড়ি এখন কলেজ হয়ে গেছে। কলকাতা থেকে বাড়ি ফিরল বাবা টুপুরের জন্য একটা সাইকেল নিয়ে। তারপর একদিন হঠাৎই কাউকে না বলে টুপুর সাইকেলটা নিয়ে ধাঁ। তারপর...

কৃপণ বংশী মুখুজ্যের অনেক দিনের ইচ্ছে একটা ঘোড়া পোষার। ঘোড়া কেনাবেচার হাটে গিয়ে দাম জেনে বড্ড মনমরা হয়ে বাড়ি ফিরল বংশী। তার এই শখের কথা বৌকে ছাড়া আর কাউকেউ বলেনি সে। কিন্তু কেমন করে না জানি কথাটা পাঁচকান হয়ে গেল। তারপর...

এমনইসব গল্প। বড্ড মজার আর গড়গড়িয়ে পড়ার মতো। মোট ১২টি গল্পের সংকলন। খুব ছোটোদের গল্প যেমন আছে, আছে কিশোরদের জন্যও গল্প। ছেলে-বুড়ো সকলের পড়ার মতো গল্পগুলি পাঠকমনে অপরিসীম তৃপ্তিদায়ক হয়ে উঠবে।

লেখক পরিচিতি : জন্ম পশ্চিম মেদিনীপুরের গ্রামে। প্রাথমিক পড়াশুনা গ্রামে। তারপর বর্ধমান শহরে। কলকাতায়। পেশা অধ্যাপনা। নেশা লেখালেখি। দৈনিক বর্তমান, সাপ্তাহিক বর্তমান, আজকাল, গণশক্তি, বিভিন্ন লিটিল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিনে লিখে চলেছেন প্রতিনিয়ত। বিষয় প্রবন্ধ, ছোটো গল্প, অনুগল্প, কিশোরদের গল্প, প্রভৃতি।

প্রচ্ছদ ও অলংকরণ : অমর লাহা

ISBN : 978-81-944575-0-3

রঙিন ছাপা  #  হার্ডবোড বাইন্ডিং  #  ঠকঠকে ন্যাচারাল কাগজ  #  ঝকঝকে ছাপা  #  ৭৪ পাতা  # ছোটোদের উপহার দেওয়ার মতো বই।

মূল্য : ১৮০ টাকা

(১৫% ছাড়ে এবং ফ্রি হোম ডেলিভারি)। বাড়িতে বসেই বইটি পেতে হোয়াটস অ্যাপ করুন ৯০০৭৭৬৭৫৫১ নম্বরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ