"বীরপুরুষ"-এর লাইন ধার নিয়ে বলতে ইচ্ছে হয়- 'রোজ কত কী ঘটে যাহা তাহা ...'। আমাদের জীবনের মধ্যেই তো অজস্র গল্প ছড়িয়ে রয়েছে, তার ক'টাকেইবা আমরা ধরতে পারি! একজন লেখক নিজের জীবনের গল্পগুলোকে ধরে লিখতে লিখতেই হাঁফিয়ে উঠবেন। কত অনুভব, কত অনুভূতি, কত আশা, কত স্বপ্ন, কত নিরাশা-হতাশা, কত লাঞ্ছনা-গঞ্জনা-বঞ্চনা,আরও কত কী।
লেখক নলিনীরঞ্জন মণ্ডল নিজের জীবন থেকেই খুঁজে নিয়ে লিখেছেন এই বইটিতে ১৪টি ঘটনার কথা, যা আসলে গল্প না হলেও গল্পই। লেখকের কথা- "পুস্তকটি যে চোদ্দটি কাহিনি দিয়ে সাজানো তা সবই আমার জীবন থেকে নেওয়া।"
পড়তে ভালো লাগবে। মনে হবে এমন কত ঘটনাই তো আমাদের জীবনেও ঘটে চলেছে অনবরত। বলা যায় না, এই বইপাঠ শেষে পাঠকের হাতেও কলম উঠে আসতে পারে।
লেখক পরিচিতি : নদী-নালা বেষ্টিত গ্রাম-বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার ডোঙাজোড়ায় জন্ম। ধানক্ষেত, পাখির গান, খোলা হাওয়া পরিবেশে বেড়ে ওঠা। শৈশব থেকে আপন মনে ছবি আঁকা, কৈশোর থেকে যাত্রা, নাটক দেখার প্রতি মোহ জন্মানো- এভাবে পথ চলতে চলতে মনের কোণে অজ্ঞাত ক্ষণে তৈরি হয় নাটক লেখার তাগিদ। স্কুল জীবন শেষে কয়েক বছর বারুইপুরে দিন যাপন। সে সময়ে সাইনবোর্ডের ব্যাবসা ও আইটিআই পড়া চলে এক সঙ্গে। তারপর ঘোরে ভাগ্যের চাকা। ভারত সরকারের প্রতিরক্ষা কর্মশালায় কর্ম সংস্থান। তখনই মূল শিকড় উপড়ে পাকাপাকিভাবে চলে আসা উত্তর চব্বিশ পরগনার শিল্প-শহরতলিতে। প্রায় তেত্রিশ বছর তেল-কালি-লোহার সঙ্গে যুদ্ধ। বর্তমানে আবসর জীবনেও চলছে সেই লেখালেখি। এর সঙ্গে যোগ হয়েছে আকাশবানীর প্রাত্যহিকী ও অন্যান্য বিভাগের লেখালেখি।
প্রচ্ছদ : মানিক রায়
ঠকঠকে কাগজ # ঝকঝকে ছাপা # ৬৪ পাতা
মূল্য : ১০০ টাকা
(১৫% ছাড়ে এবং ফ্রি হোম ডেলিভারি)। বাড়িতে বসেই বইটি পেতে হোয়াটস অ্যাপ করুন ৯০০৭৭৬৭৫৫১ নম্বরে।
0 মন্তব্যসমূহ