Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

করোনা যোদ্ধা ।। নরেন্দ্রনাথ সেনগুপ্ত

 

করোনা মহামারীর তাণ্ডবে সারাবিশ্ব আক্রান্ত পর ক্রমে যখন পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে তখন কাজহারা, রোজগারহীন অসহায় মানুষেরা কী নিদারুণ দুঃখ-কষ্টের যন্ত্রণায় দিন কাটাচ্ছে সে কথা কম-বেশি আমরা সকলেই জানি। কিন্তু এমন সময়ে সেই অসহায় মানুষগুলোর পাশে যাঁরা এগিয়ে এসেছিল মৃত্যুভয়কে হেলায় তুচ্ছ করে পুরুলিয়ার নরেন্দ্রনাথ সেনগুপ্ত তাদের মধ্যে অন্যতম।

এই বইয়ের পাতায় পাতায় গ্রন্থিত হয়েছে তাঁর সেসময়ের বেশকিছু কাজের বিবরণ। কেমন করে ইচ্ছেটুকুকে পুঁজি করে মানুষ হয়ে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া যায় সেকথাই। রয়েছে ছবিও। না প্রচারপত্র নয়, বরং বলা চলে এই বই পড়ে কেউ যদি এমন কাজে আগামীতে উদ্বুদ্ধ হয়, এমন ভাবনা থেকেই বইটির প্রকাশ জরুরী মনে করা হয়েছে।

প্রসঙ্গত জানাতেই হয়, বইটির নামকরণ 'করোনা যোদ্ধা' রাখা হয়েছে তাঁদেরকে সম্মান জানিয়ে যাঁরা কৃতজ্ঞচিত্তে তাঁকে এই উপাধীতে ভূষিত করেছেন। 


লেখক পরিচিতি : নরেন্দ্রনাথ সেনগুপ্তের বাড়ি পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের অন্তর্গত কান্টাডি গ্রামে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রী। পেশায় পঞ্চায়েত কর্মী। নেশায় কবিতা, গল্প, প্রবন্ধ লেখা। "মহুলবন" নামক সাহিত্য পত্রিকা ও সামাজিক সংস্থার সম্পাদক। মঞ্চ সঞ্চালনাও করেন। ২০২১ সালে 'স্টার ইন্ডিয়া'র পক্ষ থেকে তিনি  'করোনা যোদ্ধা' সম্মানে সম্মানিত হয়েছেন।

প্রচ্ছদ : দীপালি রায়

ছবি : মনোজ মাহাত, রাবন টুডু, চন্দ্রমোহন মান্ডি

ISBN : 978-81-953156-5-9

ঠকঠকে কাগজ  #  ঝকঝকে ছাপা  #  

মূল্য : ১২০ টাকা

(১৫% ছাড়ে এবং ফ্রি হোম ডেলিভারি)। বাড়িতে বসেই বইটি পেতে হোয়াটস অ্যাপ করুন ৯০০৭৭৬৭৫৫১ নম্বরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ