Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

বহু যুগের ওপার হতে ।। অপূর্বকুমার কুণ্ডু

প্রথমে ভাবলেন মস্ত একটা উপাসনা স্থল তৈরি করবেন। যেখানে সবাই একসঙ্গে নামাজ পড়তে পারবে। মনে-মনে ঠিক করলেন। কিন্তু ওই যে খেয়াল। মাথার মধ্যে যে খেয়াল কদিন কিলবিল করল, সহসা তা উধাও। হুঁ-হুঁ। সুলতানি খেয়াল বলে কথা। এক খেয়ালের ঘোড়ায় চড়ে কতক্ষণ ছোটা যায়। তাই আর একটা খেয়ালের ঘোড়ায় চাপলেন। এরপর...

পায়ে-পায়ে কুটিরের সামনে এসে দাঁড়ান। প্রদীপের আলো সামান্য আলো ছড়িয়ে জ্বলতে থাকে। কুটিরের মধ্যে সাধকের বিরামহীন হরিনাম গান ঘুরপাক খায়। ভালো করে চেয়ে দেখেন চারদিক। হাতে তুলে নেন জ্বলন্ত প্রদীপ। সেই প্রদীপ শিখায় ক্রোধ-হিংসা মিশিয়ে কুটিরের দিকে ছুঁড়ে দেওয়ার অপেক্ষা মাত্র। হঠাৎ চমকে ওঠেন। এরপর...

চমকে ওঠেন রঘুসিংহ। অপলকে চেয়ে থাকেন রানির মুখের দিকে। এ তিনি কোন রানিকে দেখছেন। এ তো অচেনা রানি দুর্গা। প্রজাদের সামনে যিনি করুণাময়ী জননীরূপা, তাঁর দুচোখে আজ কীসের দীপ্তি ঝলসে উঠছে। এরপর...

এবইয়ের গল্পগুলি নিছক গল্পই নয়, ছুঁয়ে আছে বহু যুগ আগের ইতিহাসকে। লেখনীর মুন্সিয়ানায় ফিরে ফিরে আসবে মুগ্ধতা আর তারই ফাঁকে জানা হয়ে যাবে কত ঘটনাবহুল না-জানা গল্পকথা। সমৃদ্ধ ভারতবর্ষের সংßৃñতির ইতিহাসকে ছুঁতে পেরে পাঠকমন তৃপ্ত হবে একথা অনায়াসেই বলা যায়।

লেখক পরিচিতি : শিশু সাহিত্যের আঙিনায় পা রাখাটা যতটাই সহজ, সেখানে শিশুদের উপযোগী সাহিত্য তা সে ছড়া কবিতাই হোক কিংবা গল্প-উপন্যাস, রচনা করা ঠিক ততটাই কঠিন। এই কঠিন কাজটি অতি সযতনে, সচেতনার সঙ্গে যিনি নিয়মিতভাবে করে চলেছেন তিনি সকলের প্রিয় অপূর্বকুমার কুণ্ডু। বসুমতী চাল যেমন তার সুবাস ছড়িয়ে সকলের থেকে অন্যরূপে নিজের জাত চিনিয়ে দেয়, তেমনই শিশু-কিশোর উপযোগী প্রতিটি সৃষ্টি তাঁকে এই সময়ের শিশু সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিহ্নিত করে রেখেছে। তাঁর মতো করে প্রকৃতির এত রং এত রূপ খুব কম জনের লেখনীতে দেখা যায়। শুধু ছোটোরাই নয়, তাঁর সহজ কথায় সাবলীল শব্দ চয়নে লেখা প্রতিটি রচনাই পাঠকদের ভালো লাগানোর বিষয়ে তিনি খুবই যত্নশীল। প্রকৃত অর্থে একজন রবীন্দ্র অনুরাগী, একজন নিপাট শান্ত মিশুকে এবং সদা হাস্যময় শিশু-কিশোরদের জন্য নিবেদিত প্রাণ এই কবির এবারের নবতম সংযোজন ইতিহাস নির্ভর গল্প ‘‘বহু যুগের ওপার হতে’’।

প্রচ্ছদ ও অলংকরণ : অমর লাহা

ISBN : 978-81-959832-1-6

রঙিন ছাপা  #  হার্ডবোড বাইন্ডিং  #  ঠকঠকে ন্যাচারাল কাগজ  #  ঝকঝকে ছাপা  #  ৯২ পাতা  # ছোটোদের উপহার দেওয়ার মতো বই।

মূল্য : ২০০ টাকা

(১৫% ছাড়ে এবং ফ্রি হোম ডেলিভারি)। বাড়িতে বসেই বইটি পেতে হোয়াটস অ্যাপ করুন ৯০০৭৭৬৭৫৫১ নম্বরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ