অনেক বন্ধু বুঝে উঠতে পারে না কোনটা খবর। আর তা নিয়ে কেমন করে খবর লিখবে।
খবর-
আমি বলি সাংবাদিকতায় হাত পাকানোর জন্য এইতো সুযোগ। ধরো তোমার পাড়ায় কোন এক বকনা-র বাছুর হল। সেটাই তো হয়ে উঠতে পারে তোমার কাছে খবর। কিংবা পাড়ার লিলির বা সুমনের ভাই হল। অথবা পাশের বাড়ির মেনিটার জ্বালায় আর টেকা যাচ্ছে না, রোজই কিছু-না-কিছু চুরি যাচ্ছে। বা কালু চিতকারে রাত্রে ঘুমোনো দ্বায় হয়ে পড়েছে। আবার স্কুলের-পাড়ার কোনও অনুষ্ঠান। বেড়াতে গিয়ে দেখলে কিছু। খবর লিখে ফেল এসব নিয়েই।
খবর লিখতে 'ছক' শব্দটা মনে রাখো। ছ-এ : ৬টা আর ক-এ : ক
১নং ক- কী
২নং ক- কখন
৩নং ক- কোথায়
৪নং ক- কে বা কারা বা কাদের
৫নং ক- কেন
৬নং ক- কেমন করে
খবর লিখে ফেলতে হবে যতটা সম্ভব তাড়াতাড়ি। পরে লিখলে অনেককিছুই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে।
মনে রাখতে হবে- খবর লেখা কিন্তু গল্প লেখার মতো নয়। খবর হবে ঝরঝরে। ঘটনার প্রতিবেদন মাত্র। এখানে কল্পনার কোনো জায়গা নেই। কিন্তু সহজ করে লিখতে হবে।
0 মন্তব্যসমূহ