Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

ছড়ার ছড়াছড়ি ।। অরুণ কুমার দাঁ


চাঁদের ছড়া তারার ছড়া

পড়তে লাগে ভালো,

ভয় লাগে না আঁধার ছিঁড়ে

জ্বলতে থাকে আলো ।


নদীর ছড়া দীঘির ছড়া

জলে খেলার ছলে,

মনে মনে সাঁতার কাটি

পুকুর ভরা জলে।


ফুলের ছড়া পাখির ছড়া

গাছের ডালে ডালে,

রঙের খেলা সুরের মেলা

নাচি তালে তালে।


নীলের ছড়া লালের ছড়া

ছবি আঁকার রঙে,

খাতার পাতা আঁকার খাতা

সাজে আপন ঢঙে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ