কানে সোনার দুল
এক লাফেতে গাছে উঠে
পাড়ছে পাকা কুল।
দেখেই দারোয়ান
আনলো ধরে কান
বলল, আজই তোকে মেরে
করব রে দু'খান।
রাজার ঘরের ঝি
কেঁদেই বলে ছি
রানি মা যে চাইল খেতে
বলছ এসব কী?
কানে সোনার দুল
এক লাফেতে গাছে উঠে
পাড়ছে পাকা কুল।
দেখেই দারোয়ান
আনলো ধরে কান
বলল, আজই তোকে মেরে
করব রে দু'খান।
রাজার ঘরের ঝি
কেঁদেই বলে ছি
রানি মা যে চাইল খেতে
বলছ এসব কী?
0 মন্তব্যসমূহ