আমার প্রিয় বন্ধুরা,
আশাকরি সকলেই ভালো আছো। আজ তোমাদের একটা
খবর দিই, যা জেনে তোমরা অত্যন্ত খুশি হবে।
তোমাদেরই এক বন্ধু বনগ্রাম, হুগলির অদ্রিজা
রায় “চিরকালের ছেলেবেলা”র ইউটিউব চ্যানেলের ‘গল্প পড়ো গল্প বলো প্রতিযোগিতা’য় গল্প পড়ে প্রথম পুরস্কার জিতে নিল।
আরো ৫ জনকে পুরস্কৃত করা হচ্ছে এই সঙ্গে। তাঁরাও পেয়ে যাবেন খুব শীঘ্রই।
অদ্রিজার খুশির ছবিগুলো দেখে আমরা
সিদ্ধান্ত নিয়েছি, এবার থেকে প্রতিযোগিতা ছাড়াই তোমাদের পুরস্কৃত করা হবে। কীভাবে
?
১) “চিরকালের ছেলেবেলা” পত্রিকায় ভালো লেখা-আঁকার জন্য।
২) “চিরকালের ছেলেবেলা”র অ্যাপে ভালো লেখা-আঁকার জন্য।
৩) “চিরকালের ছেলেবেলা”র ইউটিউব চ্যানেলে ভালো গল্পপাঠ করে পাঠানোর জন্য।
পরিশেষে বলি, “চিরকালের ছেলেবেলা”র সঙ্গে নিয়মিত যুক্ত থাকো, অংশগ্রহণ করো
বিভিন্ন বিভাগে। তুমিও পেয়ে যেতে পারো “চিরকালের ছেলেবেলা”র পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।
পত্রিকার জন্য লেখা-আঁকা পাঠাও : chhelebela@gmail.com এই ই-মেলে।
অ্যাপের জন্য লেখা-আঁকা পাঠাও : webchhelebela@gmail.com এই ই-মেলে।
ইউটিউব চ্যানেলের জন্য অ্যাপ থেকে গল্প
অডিও করে পাঠাও : webchhelebela@gmail.com এই ই-মেলে।
(অডিও করার আগে দেখে নিও- কোন গল্প
ইউটিউব-এ পোস্ট হয়নি, তেমন গল্পই পাঠাবে)।
সকলে ভালো থেকো।
0 মন্তব্যসমূহ