Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

দিদিভাইয়ের চিঠি ।। দীপালি রায়

আমার ছোটোবন্ধুরা,

আশাকরি ভালো আছো সকলে। ভালো তো থাকতেই হবে, তাই না ? গত দুটো বছর পুজোয় তেমন করে আনন্দ করাই যায়নি। এবছর সেকারণেই আনন্দের মাত্রাটা অনেকখানি। এবার আবার তোমাদের প্রিয় পত্রিকা "চিরকালের ছেলেবেলা"র শারদীয়া সংখ্যা প্রকাশ পেল। শুধু তোমাদেরই বা বলি কেন, বড়োদেরও তো খুব প্রিয় "চিরকালের ছেলেবেলা"।

এবার কিন্তু সম্পূর্ণ রঙিন। সাদা-ঝকঝকে কাগজে, কী যে ভীষণ ভালো লাগছে, সেকী বলব তোমাদের ! হাতে পেলে বুঝতে পারবে। নিশ্চয়ই মনে হবে, পুজোর সেরা উপহার। উপন্যাস ৩টি, কমিকস ৪টি, আর গল্প অজস্র, ছড়া-কবিতাও। রয়েছে ১টি শ্রুতি নাটক আর কয়েকটি খুব দামী লেখা। ও হ্যাঁ, তোমাদের লেখা-আঁকা ছাড়া কি-আর "চিরকালের ছেলেবেলা" বেরুবে ? সে তো আছেই।

পত্রিকা পড়ে কেমন লাগল, আমাকে জানিও কিন্তু। পড়াশোনার ফাঁকে-ফাঁকে সময় করে লেখো-আঁকো আর পাঠিয়ে দাও আমাকে। দেখবে সেসব ছেপে বেরুচ্ছে আমাদের সকলের প্রিয় "চিরকালের ছেলেবেলা"য়। কত-কত বন্ধুরা তোমার লেখা পড়বে, ছবি আঁকা দেখবে। 

অ্যাপের জন্যও লেখা-আঁকা পাঠাতে পারো তোমরা। দেশ-বিদেশের অসংখ্য পাঠক পড়ছে আমাদের এই অ্যাপ।

অ্যাপের জন্য লেখা-আঁকা পাঠাবে- webchhelebela@gmail.com এই ই-মেলে।
আর পত্রিকার জন্য লেখা-আঁকা পাঠাবে- chhelebela@gmail.com এই ই-মেলে।

লেখা-আঁকার সঙ্গে দেবে তোমার নিজের একটি পাশপোর্ট মাপের ছবি, সঙ্গে দেবে তোমার বয়স, স্কুলের নাম, শ্রেণি, স্কুলটি কোথায় আর সম্পূর্ণ ঠিকানা, ফোন নম্বর।

খুব ভালো থেকো। আবার দেখা হবে, নভেম্বরে পত্রিকায় আর অ্যাপে যখন-তখন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ