Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

শারদীয়া সংখ্যা প্রস্তুতির কথা


আমার প্রিয় ছোটোবন্ধুরা,

আশাকরি সকলেই খুব ভালো আর হাসি-খুশিতে আছো! অনেকদিন পর ফিরে এলাম চিরকালের ছেলেবেলাসম্পাদনার টেবিলে। কাজ আমাদের চলছেই সবসময়, অ্যাপ, ইউটিউব আর প্রকাশনা বিভাগের। কোভিডের জন্য থেমে ছিল প্রিয় পত্রিকার কাজ। এবার আবার নিয়মিত।

কী যে ভালো লাগছে, কী বলি! পুজো সংখ্যা প্রকাশের ঘোষণার দিন থেকেই অজস্র লেখা এসেছে আমাদের দপ্তরে। লেখাগুলো পড়ছি আর মনে হচ্ছে, ভালো লেখা তো এখনও অনেক হচ্ছে। শুধু প্রখ্যাত লেখকরাই নয়, অনেক অখ্যাত লেখকদের লেখাও আমাদের মুগ্ধ করছে। যদিও এতে অবাক হইনি, কারণ চিরকালের ছেলেবেলাসবসময়ই প্রখ্যাত আর প্রবীণদের পাশাপাশি অখ্যাত-নবীনদেরও জায়গা করে দিয়েছে। আমরা জানি সুযোগ পেলে অনেক কলমই চমকে দিতে পারে বাংলার পাঠক সমাজকে। এবিশ্বাস আমাদের আছে।

পুজোতে একটা দারুণ সংখ্যা তুলে দিতে পারব তোমাদের হাতে, এখন বেশ বুঝতে পারছি। পড়তে-পড়তে আমাদের মতো তোমাদের মনও খুশিতে ভরে উঠবে।

যদিও ৩০শে জুন লেখা পাঠানোর শেষ তারিখ ছিল, তবে তোমাদের অনেকেই ফোন করে একটু সময় চেয়েছ। তাই সব ছোটোবন্ধুর জন্যই সময়টা বাড়িয়ে ১৫ই জুলাই করা হল। অবশ্যই এই সময়ের মধ্যে তোমরা লেখা-আঁকা পাঠিয়ে দেবে আশাকরি। সঙ্গে নাম, বয়স, ঠিকানা, ফোন নম্বর, স্কুলের নাম ও লোকেশন আর নিজের একটা পাসপোর্ট মাপের ছবি দিতে ভুলো না কিন্তু। প্রয়োজনে ৯০০৭৭ ৬৭৫৫১ নম্বরে কথা বলে নিতে পারো।

বড়োদের বলছি-

সবসময়ই আমাদের কাজের সঙ্গে থেকেছেন যাঁরা তাঁদের প্রতি। ভালো লেখা দিয়ে, পত্রিকা প্রকাশে আর্থিক সহায়তার জন্য বিজ্ঞাপন আর নানাভাবে মূল্যবান মতামত-পরামর্শ দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। এবারও শারদীয়া সংখ্যা প্রকাশের ঘোষণামাত্র অসংখ্য-অপূর্ব লেখা পেয়েছি আপনাদের কাছ থেকে। আমরা কৃতজ্ঞ।

প্রত্যাশা করি কোভিড পরবর্তী এই কঠিন সময়ের মধ্যে পত্রিকা প্রকাশে আবারও আপনাদের প্রশ্রয় ও ভালোবাসা আমাদের ঋদ্ধ করবে।

বড়োদের বিনম্র শ্রদ্ধা আর ছোটোবন্ধুদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা। ইতি-

 

দীপালি রায়

রথযাত্রা, ১৬ই আষাঢ় ১৪২৯

১লা জুলাই ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ