ঝড়ে ভেঙে যাওয়া কলাগাছ কেটে
বানিয়ে ফেলেছি ভেলা
পুকুরের জলে ভাসিয়ে দিয়েছি-
ছেলেবেলা, ছেলেবেলা।
ছুটির সকালে পড়ালেখা নেই
বিকেলে হাডুডু খেলা
গো হারান হেরে বাড়ি ফিরে আসি-
ছেলেবেলা, ছেলেবেলা।
মনে পড়ে মোটে দু-আনায় দেখা
রামনবমীর মেলা
হরদম খাওয়া জিলিপি, পাপড়-
ছেলেবেলা, ছেলেবেলা।
জানি না দুপুরে বেয়াদব ভূতে
মেরেছিল কিনা ঢেলা
এখনও ভূতের ভয়ে ঠকঠক
ছেলেবেলা, ছেলেবেলা।
দিনভর কত দুষ্টুমি, তবু
কারও নেই হেলাফেলা
মনের আকাশ রঙে ভরে আছে
ছেলেবেলা, ছেলেবেলা।
প্রকাশিত- চিরকালের ছেলেবেলা । শরৎ ১৪১৮
0 মন্তব্যসমূহ