Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

চাঁদের কথা ।। টুম্পা মিত্র সরকার


 

দত্তদের ওই পুকুর পাড়ে

বাঁশের ঝারে উঁকি মারে

একটা কোহিনুর।


ভাবছ কি তার নামটা শোনা?

একটা পক্ষে প্রহর গোনা

আলোর সমুদ্দুর!


রাতের আকাশ মুখর করে

ডুবটি মারে কোন সে ভোরে

খুলবে না আর দোর।


খোকার চোখে ঘুম না এলে

তার সে বুড়ি স্বপ্ন মেলে

দেয় করে আদর।


তার বাড়িতে চরকা বুড়ি

গল্প গাঁথায় খাচ্ছে মুড়ি

আনন্দে ভরপুর।


জ্যোৎস্না ফরাশ পাতা তারি

তার দেশে আজ দেব পাড়ি

পথ বেশি নয় দূর।


প্রকাশিত- চিরকালের ছেলেবেলা । জানুয়ারি ২০১৯


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ