চিঠি এসে গেছে আমাদের গ্রামে
জলছবি আঁকা নীলরঙা খামে
ঠিকানাটা লেখা বাতাসের নামে
শুরু হল উৎসব
সারাদিন ধরে টাপুর টুপুর
বাজছে মধুর জলের নুপুর
ঘুম ভাঙা ভোর সকাল দুপুর
মেঘেদের কলরব
কচুর পাতায় মাথাখানি ঢেকে
খেলছে ছেলেরা কাদা মাটি মেখে
পথটা যেখানে চলে গেছে বেঁকে
সেখানেই ছোটাছুটি
করিম কানাই পুকুরের পাশে
চার গেঁথে ছিপে কাতলার আশে
ফাতনা নড়লে মাতে উল্লাসে
ঘাঁই মারে তিঁতপুঁটি
চালে ডালে মিলে খিচুড়ির ভোজ
মুরগির ডিম খোঁজ খোঁজ খোঁজ
অমলেট যদি হয় রোজ রোজ
খুব মজা হয় তবে
মেঘ সরে গেলে কনে দেখা আলো
রামধনুর রং আকাশ ভরালো
দস্যি মেয়েটা কোথায় লুকালো
ধরে আনতেই হবে।
প্রকাশিত- চিরকালের ছেলেবেলা ।। ফেব্রুয়ারি ২০১৯
0 মন্তব্যসমূহ