Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। পথিক ও বটগাছ

 



গ্রীষ্মের দুপুরে প্রখর রোদে পথ চলতে চলতে কয়েকজন পথিক রীতিমতো শ্রান্ত ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে আশ্রয় নিল। কিছুক্ষণের মধ্যেই বটগাছের ছায়া আর ঠাণ্ডা হাওয়ায় পথিকদের শরীরের ক্লান্তি দূর হয়ে গেল। তারা বেশ আরাম বোধ করতে থাকল।

তখন তারা নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে দিল। একজন বলল, কি আশ্চর্য ব্যাপার দেখ, এত বড়ো গাছ অথচ এতে না কোনো ফুল ফোটে না ভালো ফল ধরে- বলতে কি এরা মানুষের কোনো উপকারেই আসে না।

ওদের কথা শুনে বটগাছ বলল, মানুষ বড়োই অকৃতজ্ঞ। আমারই ছায়ায় আশ্রয় নিয়ে শরীর ঠাণ্ডা করতে করতে কেমন নির্বিকার ভাবে গালাগাল দিচ্ছে যে, আমি তাদের কোনো উপকারেই লাগি না।


অলংকরণ – আলো রায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ