প্রচুর ঘাস থাকায় একটি মাঠে ভেড়ার পাল চরতে আসত। সেই ভেড়ার পাল পাহারা দেবার জন্যে বেশ কয়েকটা তাগড়াই কুকুর থাকত। ওই কুকুরগুলো থাকার ফলে নেকড়েরা হাজার চেষ্টা করেও ভেড়ার পালের ধারে-কাছে আসতে পারত না।
বাঘেরা একদিন পরামর্শ করে ঠিক করল যে ওই কুকুরগুলো থাকলে কিছুতেই ভেড়া গুলোকে মারা যাবে না। সুতরাং যে ভাবেই হোক ওই কুকুরগুলোকে ভেড়ার পাল থেকে তাড়াতে হবে।
সেইমতো তারা একদিন ভেড়ার পালের কাছে বলে পাঠালো, দেখ, তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্ৰুতা নেই। মাঝখান থেকে ওই কুকুরগুলো এমনই চিৎকার চেঁচামেচি করে যে আমরা ভীষণ রেগে যাই আর তারই ফলে দুর্ঘটনা ঘটে। তোমরা ওই কুকুরদের চলে যেতে বলো। আর এসো, আমরা আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলি।
ভেড়ার পাল বাঘেদের পরামর্শে কুকুরদের বিদায় করে দিতেই বাঘেদের বরাত খুলে গেল।তারা মনের আনন্দে ভেড়া মেরে নিজেদের পেট ভর্তি করল।
অলংকরণ- আলো রায়
0 মন্তব্যসমূহ