Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। লেজ কাটা শিয়াল


 

এক সময় একটি শিয়াল ফাঁদে পড়েছিল।যারা ফাঁদ পেতেছিল তারা শিয়ালকে মারতে এলে শিয়াল এমন কান্নাকাটি জুড়ে দিল যে তারা তাকে প্রাণে না মেরে কেবলমাত্র ওর লেজটা কেটে ছেড়ে দিল। শিয়াল প্রাণে বেঁচে গেল বটে কিন্তু লেজ কাটা যাওয়ার ফলে তাকে অন্যান্য শিয়ালের কাছে কীভাবে অপমানিত হতে হবে- এ কথা মনে হতে সে ভাবল এর চেয়ে মরে যাওয়াই বোধহয় ভালো ছিল।

কিন্তু তা যখন হয়নি তখন অপমানের হাত থেকে বাঁচবার জন্যে উপায় তো একটা করতেই হয়। এই ভেবে সে বনের সমস্ত শিয়ালকে ডেকে বলতে লাগল, ভাই সব, আমি বলি কি তোমরা সবাই আমার মতো লেজ কেটে ফেল। লেজ না থাকাতে আমার যে কত সুবিধা হয়েছে, আর কত যে আরামে ঘুরে বেড়াচ্ছি তা তোমরা কল্পনাও করতে পারবে না। ভেবে দেখ, লেজ তো এমনিতেই বিশ্ৰী দেখতে, তার ওপর লেজ থাকায় পদে-পদে বিপদ ঘটবার সম্ভাবনা থাকে। আজও আমরা এই কদর্য জিনিসটি বয়ে বেড়াচ্ছি কেন এই ভেবেই তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। সুতরাং তোমরা সকলেই নিজেদের লেজ কেটে ফেলে আমার মতো আরাম বোধ করো- এটাই আমার পরামর্শ। লেজকাটা শিয়ালের এই কথা শুনে এক বুড়ো শিয়াল বলে উঠল, ভাই রে, তোমার যদি লেজ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকত তাহলে তুমি সকলকে লেজ কাটার পরামর্শ দিতে না।


অলংকরণ- আলো রায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ