একজন কৃষক চাষবাসের সমস্তরকম খুঁটিনাটি জানত। মৃত্যুর পূর্বে সে ওইসব কৌশল তার ছেলেদের শেখাবার জন্যে তাদের ডেকে বলল, দেখো, আমার সময় ঘনিয়ে এসেছে। আমার যা কিছু আছে তার সমস্তই আমি মাটিতে রেখে গেলাম। খোঁজ করলেই পাবে।
ছেলেরা ভাবল, বাবা নিশ্চয়ই তাদের জন্যে মাটির নিচে গুপ্তধন পুঁতে রেখে দিয়েছেন। এই ভেবে তারা সারা মাঠ কোদাল দিয়ে কুপিয়ে ফেলল, কিন্তু কিছুই পাওয়া গল না।
তবে গুপ্তধন পাওয়া না গেলেও ওই মাঠ ভালোভাবে কোপাবার ফলে সে বছর সারা মাঠি জুড়ে শস্য উপছে পড়ল।
ছেলেরা বুঝতে পারল, কিছু পেতে হলে পরিশ্রম করতে হয়।
অলংকরণ- আলো রায়
0 মন্তব্যসমূহ