একবার একটি লোককে কুকুরে কামড়ে দিল। সে তখন রীতিমতো ভয় পেয়ে যাকে সামনে দেখতে পায়, তাকেই বলে, ভাই, কুকুরে কামড়ানো যদি কোনো ওষুধ তোমার জানা থাকে তো আমায় বলো।
তার এই কথা শুনে শেষ পর্যন্ত একজন বলল, যদি তুমি ভালো হতে চাও তাহলে আমি যা বলব তাই কি তুমি করবে ?
লোকটি বলল, যদি ভালো হওয়া যায় তাহলে তুমি যা বলবে তাই করতে রাজি আছি।
তখন সে বলল, কুকুরে কামড়ানোর ফলে যে ক্ষত হয়েছে রুটিতে সেই ক্ষতের রক্ত মাখিয়ে যে কুকুরটা তোমাকে কামড়েছে তাকে খেতে দাও। তাহলে তুমি ভালো হয়ে যাবে।
কুকুরে কামড়ানো লোকটি তখন করুণ হেসে বলল, ভাইরে, আমি যদি তোমার পরামর্শ মতো চলি তাহলে এই শহরে যত কুকুর আছে তারা সকলেই রুটির লোভে আমাকে কামড়াতে আসবে।
অলংকরণ- আলো রায়
0 মন্তব্যসমূহ