Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। কৃষক ও সারস


 

রোজ কতকগুলি বক একটি কৃষকের ক্ষেতের শস্য নষ্ট করে দিয়ে যেত। তাই দেখে কৃষক একদিন তার ক্ষেতের ওপর জাল পেত রেখে গেল। এদিকে বকরা তো আর জানে না যে ক্ষেতে জাল পাতা আছে, তাই সেদিন তারা ক্ষেতে নামতেই জালে আটকা পড়ে গেল। আর এমনই দুর্ভাগ্য যে, তাদের সঙ্গে একটা সারসও ধরা পড়ল।

পরদিন কৃষক মাঠে এসে বকদের সঙ্গে ওই সারসকে জালে পড়ে থাকতে দেখতে পেল।

সারস কৃষককে আসতে দেখে বলল, ভাই কৃষক, আমি বক নই, সারস। তুমি তো জানোই পাখিদের মধ্যে আমরাই সবচেয়ে ধার্মিক। আমরা আমাদের বুড়ো বাপ-মাকে যথেষ্ট সম্মান করি আর নানা জায়গা ঘুরে তাদের জন্যে খাবার সংগ্রহ করে আনি। আমি তোমার ক্ষেতের শস্য নষ্ট করিনি, সুতরাং আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও ভাই।

কৃষক বলল, শোনো সারস, তুমি যেসব কথা বললে তার সবটাই সত্যি সন্দেহ নেই। কিন্তু যারা আমার ক্ষেতের শস্য নষ্ট করে তাদের সঙ্গেই ধরা পড়েছ। সুতরাং তাদের সঙ্গেই তোমাকে শাস্তি ভোগ করতে হবে।


অলংকরণ- আলো রায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ