Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। ঘোড়ার পিঠে চড়া


 

এক সময় একটি ঘোড়া আপন মনে একটি মাঠে চরে বেড়াত। কিছুদিন পর একটি হরিণ সেই মাঠে চরতে এল। হরিণটি মাঠের যেখানে সেখানে ঘাস তো খেতই, উপরন্তু আশেপাশের ঘাসও নষ্ট করতে থাকল। এর ফলে ঘোড়ার খাওয়ায় অসুবিধা হতে থাকল। ঘোড়া হরিণকে জব্দ করার অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতেই কিছু  করতে পারল না।

একদিন একটি মানুষকে আসতে দেখে ঘোড়া বলল, দেখ ভাই, ওই হরিণটি আমার বড়োই অপকার করছে, ওকে আমি শাস্তি দিতে চাই। এ বিষয়ে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে বড়োই উপকার হয়।

তখন মানুষটি বলল, এর জন্য চিন্তা কী ? তুমি আমাকে তোমার মুখে লাগাম পরিয়ে পিঠে চাপতে দাও। তাহলেই আমি তোমার শত্রুকে শাস্তি দিতে পারব।

ঘোড়া রাজি হওয়াতে মানুষটি তখনই ঘোড়ার মুখে লাগাম লাগিয়ে পিঠে চেপে বসল। কিন্তু হরিণকে শাস্তি না দিয়ে ঘোড়াটিকে নিজের বাড়িতে নিয়ে গেল। আর সেই থেকেই ঘোড়া মানুষের বাহন হল।


অলংকরণ- আলো রায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ