Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। খরগোশ ও ব্যাঙের দল

 


খরগোশ নিতান্তই দুর্বল আর ভীরু স্বভাবের জন্তু। বড়ো আর শক্তিশালী জন্তু খরগোশকে দেখতে পেলেই মেরে ফেলে। দিনের পর দিন এই অবস্থা দেখে খরগোশরা মনের দুঃখে ঠিক করল যে, সব সময় এইভাবে ভয়ে ভয়ে বেঁচে থাকার চেয়ে মরণই ভালো। সুতরাং যেভাবেই হোক আজই তারা মৃত্যুবরণ করবে।

এই ভেবে তারা জলে ডুবে মরবার জন্যে একটি পুকুরের ধারে গেল। ওই পুকুরেই থাকত একদল ব্যাঙ। তারা তখন পুকুরের ধারে বসে ছিল। হঠাৎ একপাল খরগোশকে তাদের দিকে আসতে দেখে ভয়ে তারা ঝপাঝপ জলে লাফিয়ে পড়ল। তাই দেখে সবচেয়ে সামনে ছিল যে খরগোশ সে তার সঙ্গীদের বলল, ভাই সব, আমরা নিজেদের সবচেয়ে দুর্বল আর ভীরু মনে করেছিলাম, কিন্তু মোটেই আমরা তা নই, দেখলে না, আমাদের দেখেও ভয় পাওয়ার মতো দুর্বল আর ভীরু প্রাণী আছে।


অলংকরণ- আলো রায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ