Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। গৃহস্থ ও তার ছেলেরা


 

এক গৃহস্থের কয়েকটি ছেলে ছিল। তাদের মধ্যে মোটেই মিল ছিল না, তাই তারা সব সময় নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করত। গৃহকর্তা তাদের সব সময় বোঝাবার চেষ্টা করতেন কিন্তু কেউই তার কথা শুনত না। তখন তিনি ঠিক করলেন যে এই বিষয়টা উদাহরণ দিয়ে বোঝাবেন, আর তাহলে হয়তো তারা নিজেদের মধ্যে ঝগড়া- ঝাঁটি করবে না। এই ভেবে তিনি ছেলেদের কাছে ডাকলেন। ছেলেরা কাছে এলে তিনি বড় ছেলেকে কতকগুলি কঞ্চি এনে এক সঙ্গে বাঁধতে বললেন। কঞ্চি এনে আঁটি বাঁধা হলে তিনি বড় ছেলেকে বললেন, এই আঁটিটাকে ভাঙো তো দেখি-

বড় ছেলে আঁটিটার দুপাশ ধরে মাঝখানে দিয়ে চেপে প্রাণপণে ভাঙবার চেষ্টা করল, কিন্তু পারল না। তখন গৃহকর্তা অন্যান্য ছেলেদের এক এক করে চেষ্টা করতে বললেন। কিন্তু কেউই পারল না। এরপর তিনি আঁটি খুলে এক একটি কঞ্চি একেকজনকে দিতে সকলেই মটমট করে ভেঙে ফেলল। গৃহকর্তা তখন তার ছেলেদের বললেন, দেখলে তো, তোমরা যতদিন একসঙ্গে থাকবে ততদিন শত্ৰুরা তোমাদের কিছুই করতে পারবে না। কিন্তু নিজেদের মধ্যে ঝগড়ারঝাটি করে আলাদা হলেই মারা পড়বে।


অলংকরণ- আলো রায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ