Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। নেকড়ে বাঘ ও ভেড়া

 



একবার এক নেকড়ে বাঘকে কুকুর কামড়ে দিল। ওই কামড়ানোর ফলে নেকড়ের পায়ে যে ঘা হল সেই ঘা দিনে-দিনে এমনই বেড়ে উঠল যে নেকড়ের চলাফেরা বন্ধ হয়ে। ফলে তার খাওযাও বন্ধ হয়ে গেল।

একদিন সে যখন খিদেতে ছটফট করছে তখন তার সামনে দিয়ে একটা ভেড়াকে যেতে দেখল। তাকে চলে যেতে দেখে নেকড়ে কাতর স্বরে বলে উঠল, ভাইরে কয়েকদিন ধরে চলাফেরা করতে না পারায় খিদেতে খুবই কষ্ট পাচ্ছি, তারওপর তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। তুমি যদি দয়া করে খাল থেকে একটু জল এনে দাও, তাহলে আমি আমার খাওয়ার ব্যবস্থা করে নিতে পারি।

ভেড়া বলল, বুঝেছি ভাই। আমি যেই তোমার কাছে জল দিতে যাব, অমনি তুমি আমার ঘাড় মটকে খাওয়ার ব্যবস্থাটাও করে নেবে।


অলংকরণ - আলো রায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ