আঁকার জন্য ছবি না হোক ছবির জন্য আঁকা
একটা গোটা সাদাপাতার এত্তখানি ফাঁকা
থাকলে কেমন লাগে
ছেড়েই দিলাম রাগে।
আঁকতে যেতে চাইছি আমি হয় না সেটা শেষ
বারো রঙের পেনসিলেতে বাক্সখানা বেশ।
গাছ এঁকেছি সবুজ পাতার গাছের ডালে টিয়ে
সত্যি বলি থমকে দাঁড়াই রং লাগাতে গিয়ে।
ভাবুক সবাই পুঁচকে ছেলে চলুক জারিজুরি
রঙের সঙ্গে রং মেলানো সেটাই বাহাদুরি
তাতেও কি আর সত্যিকারে হবে আমার আঁকা
ইচ্ছেপুরের সেই ছবিটা মনের ভিতর রাখা।
হোক বা না হোক আঁকতে থাকি নেই তো কোনো মানা
সেই ছবিতে রং দিয়ে যায় প্রজাপতির ডানা।
প্রকাশিত- চিরকালের ছেলেবেলা । শরৎ ১৪১৮
0 মন্তব্যসমূহ