ফুলে ফুলে প্রজাপতি উড়ে উড়ে কত কথা কয়,
মধু মেখে ফুলে ঠোঁটে মিঠে সুরে যদি গানে রয়।
ছোটো কুঁড়ি আধো ঘুমে ছিল এক কথা শুনে জাগে,
''প্রজাপতি বঁধু হবে? বলে তাকে আমি একা ফাগে''।
হেসে বলে প্রজাপতি ''আজি প্রাতে কথা বুনে যাই,
ফুলো সুরে কথাগুলো গানে গানে ভরে দেবে ভাই?''
ছোটো কুড়ি ফুল হয়ে তারি কথা গানে গায় সুরে,
প্রজাপতি খুশি তাই সই হয়ে নেচে যায় দূরে।
তারি পরে রোজই প্রাতে প্রজাপতি উড়ে উড়ে আসে,
কথা কয় গান বাঁধে দু'জনায় খুশি খুশি ভাসে।
প্রকাশিত- চিরকালের ছেলেবেলা । মার্চ ২০১৯
0 মন্তব্যসমূহ