Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

চড়াইছানা ।। চন্দন নাথ


 

চড়াইছানা পড়তে গিয়ে

বাবুইপাখির রাতের স্কুলে

কেবল এক-এর নামতা পড়েই

দুচোখ বুজে পড়ছে ঢুলে।


ঘুম পাবে না! যা করে ও-

সমস্তদিন দস্যিপনা!

যতই ওকে আদর করো

যতই বলো চাঁদের কণা!


ভোর না-হতেই ফড়ফড়িয়ে

যায় ছুটে ও ফুলের বনে

উড়ুৎ ফুড়ুৎ বেড়ায় উড়ে

বাগান জুড়ে আপন মনে।


হন্যে হয়ে মা ডাকে, আয়-

লক্ষ্মী সোনা, কোথায় গেলি!

দূর থেকে ও দেয় সাড়া, মা-

আরেকটু'খন- একটু খেলি!


গাছের নীচে ঠিক যেখানে

রোদ ছায়াদের পুতুল গড়ে

সেইখানে ও খেলায় মাতে

ধূলোর মাঝে গড়িয়ে পড়ে।


দিন কাটে তার খেলায় খেলায়

পড়বে কী সে সন্ধে হলে!

তখন সে চায় একটু আদর,

ঘুমিয়ে যেতে মায়ের কোলে।


প্রকাশিত- চিরকালের ছেলেবেলা । শরৎ ১৪২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ