Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

ইচ্ছে আমার খাচ্ছি তাই ।। অবি সরকার


 


যাহা পায় তাহা খায় চোখকান বুজে

কী করে যে কোথা থেকে বের করে খুঁজে,

পাচ্ছে যা সাথে সাথে মুখে পুরে দিচ্ছে

সাপ, ব্যাঙ, টিকটিকি যেটা ওর ইচ্ছে।


কী কাণ্ড, গুলি, সুতো, লাট্টু বা মাছি

মুখে নিয়ে ছুটছে সে- নাই বাছাবাছি।

খেতে খেতে ওঠে নেচে, হামলে সে খামচায়

সহসা থামিয়ে সব ঝুলে পড়ে গামছায়।


রুচির বদল হয়, স্বাদের বিকাশ

মিটছে না তবু তার চিবোবার আশ।

কখনো কপাট খায়, কখনো বা খাট,

ছোটোখাটো জিনিস তো বেবাক লোপাট।

টেবিলের পায়া খায়, চেয়ারের আড়ে

ঝুলতে ঝুলতে চাটে, মুণ্ডুটা নাড়ে।


বাধা দিলে খ্যাপা ষাঁড়, পাড়া ছাড়া কাক,

একমনে খেয়ে যাবে, যা পাবে বেবাক।

কাপ ভাঙে, ডিশ ভাঙে, ভাঙে ঘরবাড়ি-

বাবা-মা তো সয়েছেন, শৈশব আমারই।


অলংকরণ- অমর লাহা

প্রকাশিত- ছেলেবেলা । শরৎ ১৪১৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ