একটি সিংহ, একটি গাধা আর একটি শিয়াল, তিনজনে মিলে একবার একসঙ্গে শিকারে গিয়েছিল। শিকার শেষ হলে তারা তিনজনে খেতে বসবে ঠিক করল। সিংহ তখন গাধাকে শিকারটি ভাগ করতে বলল।
গাধা শিকারটিকে সমান তিন ভাগে ভাগ করে এক-একজনকে এক-এক ভাগ নিতে বলল। সিংহ গাধার এই ভাগ করা দেখে মহা খাপ্পা হয়ে প্রচণ্ড এক আঘাতে গাধাকে মেরে ফেলল।
এরপর সিংহ শিয়ালকে ভাগ করতে বলল। শিয়াল তো আর গাধার মতো বোকা নয়, তাই সে সিংহের মনের ভাব বুঝতে পেরে শিকারের প্রায় সবটুকুই সিংহকে দিয়ে নিজের জন্যে সামান্য একটু রাখল।
সিংহ দারুণ খুশি হয়ে শিয়ালকে বলল, তোমাকে এমন দারুণ ন্যায্য ভাগ করতে কে শেখাল ভাই ?
শিয়াল বলল, চোখের সামনেই তো গাধার অবস্থা দেখলাম, এরপর আর অন্যের শিক্ষার প্রয়োজন তো দেখি না।
0 মন্তব্যসমূহ