Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। শিয়াল ও কৃষক



একবার একটি শিয়াল শিকারী কুকুরদের তাড়া খেয়ে ছুটতে-ছুটতে এক কৃষকের বাড়িতে এসে হাজির হল। তারপর অনুনয় করে বলল, ভাই, তুমি যদি দয়া করে আমাকে আশ্রয় দাও তবে প্রাণে বেঁচে যাই।

কৃষক বলল, তোমার কোনো ভয় নেই, তুমি আমার কুটিরের মধ্যে গিয়ে লুকিয়ে থাক। এই বলে তার কুটির দেখিয়ে দিল।

শিয়াল কুটিরে প্রবেশ করে একটি কোণে লুকিয়ে পড়ল। একটু পরেই শিকারী কুকুররা সেখানে এসে হাজির হল। কৃষককে বলল, ভাই, এদিকে একটা শিয়াল ছুটে এসেছিল, সে কোনদিকে গেল বলতে পারো ?

কৃষক মুখে কিছু না বলে আঙুল তুলে কুটির দেখিয়ে দিল। কিন্তু শিকারী কুকুররা কিছুই বুঝতে না পেরে সেখান থেকে চলে গেল।

তারা চলে যাবার পর শিয়ালও কুটির থেকে বেরিয়ে চুপি-চুপি চলে যেতে থাকল। তাই দেখে কৃষক রেগে গিয়ে বলল, তুমি তো আচ্ছা বেইমান বাপু, আমি তোমাকে বিপদের সময় আশ্রয় দিয়ে তোমার প্রাণ বাঁচালাম আর তুমি কিনা যাওয়ার সময় একটা ধন্যবাদও জানানোর প্রয়োজন বোধ করলে না!

শিয়াল বলল, ভাই, তুমি যেমন ভদ্রতা করেছিলে তোমার আঙুলও যদি তেমন ভদ্রতা করত তবে তোমাকে ধন্যবাদ না জানিয়ে কখনই এ কুটির ছাড়তাম না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ