বিরাট একটি মাঠ, সেই মাঠে গরু চরাতে আসত এক রাখাল। আর ওই মাঠের পাশেই ছিল জঙ্গল, সেই জঙ্গলে বাঘ থাকত। একা-একা গরু চরাতে-চরাতে যখন কিছুই ভালো লাগত না তখন সে- বাঘ এসেছে, বাঘ এসেছে বলে চিৎকার করত। সঙ্গে-সঙ্গে আশপাশ থেকে লোকজন লাঠিসোটা নিয়ে ছুটে আসত। আর রাখাল তখন কেমন তাদের ঠকাতে পেরেছে এই বলে হি-হি করে হাসত। লোকেরা বোকা বনে গিয়ে ফিরে যেত।
শেষ পর্যন্ত একদিন সত্যি-সত্যিই বাঘ এসে হাজির হল সেই মাঠে। রাখাল তখন প্রাণের ভয়ে- বাঘ এসেছে বলে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগল। কিন্তু সেদিন কেউই সাহায্যের জন্য ছুটে এল না। সকলেই ভাবল, দুষ্টু রাখাল সেদিনও তাদের ঠকাবার জন্যে মিথ্যে-মিথ্যে চিৎকার করছে। ফলে বাঘ গরুর পাল নষ্ট করে শেষ পর্যন্ত দুষ্টু রাখালকেও মেরে বনে টেনে নিয়ে গেল।
0 মন্তব্যসমূহ