Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। পেট ও অন্যান্য অঙ্গ



একবার হল কি হাত, পা, চোখ, কান, নাক, মুখ, সকলে মিলে পরামর্শ করে বলাবলি করল, দেখো ভাই, আমরা সকলেই কিছু-কিছু পরিশ্রম করি, অথচ পেটের কি মজা দেখ, সে কিছুই করে না। তা দিন-রাত যে কুড়েমি করে দিন কাটায় আমরা কেন দিন-রাত পরিশ্রম করে তার সেবা করব ? না, এ চলতে পারে না।

এসো, আমরা প্রতিজ্ঞা করি যে আজ থেকে আমরা পেটকে কোনোরকম সাহায্য করব না।

ফলে পা আর খাবারের জায়গায় যায় না, হাত আর মুখে খাবার তুলে দেয় না, মুখও আর খাবার গ্রহণ করে না, দাঁতও আর কোনো কিছু চিবায় না। পেটকে জব্দ করবার জন্যে এইরকম দু-চারদিন চালাতেই শরীর ক্রমশই শুকনো হয়ে আসতে থাকল আর দেহের যে সব অঙ্গ পেটকে সাজা দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছিল তারা এতই দুর্বল হয়ে পড়ল যে এতটুকু নড়াচড়ার ক্ষমতাও থাকল না।

তখন তারা বুঝতে পারল যে পেট পরিশ্রম করে না ঠিকই, কিন্তু পেটের সেবা না করলে তারা সকলেই দুর্বল হয়ে পড়বে। পেটকে যেমন তাদের সাহায্য করতে হয় তেমনই পেটও তাদের সাহায্য করে। সুতরাং সমস্ত শরীরকে সুস্থ রাখতে হলে যার যা কাজ তা তাকে করতেই হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ