শীতকালের ভোরবেলায় একদিন এক কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিল। যেতে যেতে সে পথের ধারে একটা সাপ দেখতে পেল। সাপটা ভীষণ ঠাণ্ডায় প্রায় মরো-মরো অবস্থায় পড়ে আছে। সাপটার কষ্ট দেখে কৃষক তাকে বাড়ি নিয়ে গেল। তারপর তার ঠাণ্ডা দূর করবার জন্যে কাছেই আগুন জ্বালিয়ে দিল আর দুধ কলা খেতে দিল। কিছুক্ষণের মধ্যেই সাপটা সুস্থ হয়ে উঠল আর সঙ্গে-সঙ্গে সে তার স্বভাব ফিরে পেয়ে কৃষকের ছোটো ছেলেকে ছোবল মারতে গেল।
তাই দেখে ভীষণ রেগে গিয়ে কৃষক বলে উঠল, ওরে শয়তান, শীতে আর ক্ষিধেয় তুই পথের ধারে মরছিলি দেখে দয়া করে ঘরে নিয়ে এসে আমি তোকে বাঁচালাম। আর সেই তুই কিনা সমস্ত কিছু ভুলে গিয়ে আমারই ছেলেকে ছোবল মারবার জন্যে ফণা তুলেছিস! বুঝতে পারছি যার যা স্বভাব সে তা কিছুতেই ছাড়তে পারে না। ঠিক আছে, তুই যেমন কাজ করেছিস তার উপযুক্ত ফল নে! এই বলে কৃষক সাপের মাথায় কুড়ুল দিয়ে এমনই জোরে আঘাত করল যে সঙ্গে-সঙ্গে সাপটা মারা গেল।
0 মন্তব্যসমূহ