Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। মাছি ও মধুর কলসি



একদিন এক দোকানে মধুর কলসী উল্টে পড়ে চারিদিকে মধু ছড়িয়ে গেল। মধুর গন্ধ পেয়ে ঝাঁকে ঝাঁকে মাছি এসে সেই মধুর ওপর বসে মধু খেতে লাগল। মেঝেতে যতক্ষণ সামান্য একটুও মধু পড়েছিল ততক্ষণ পর্যন্ত তারা ওখান থেকে নড়ল না।

মধু একেবারে শেষ হয়ে গেলে যখন তারা উড়তে গেল তখন তারা বুঝতে পারল এতক্ষণ মধুর ওপর থাকায় তাদের পায়ে আর ডানাতে মধু মাখা-মাখি হয়ে গেছে। হাজার চেষ্টা করেও তারা আর উড়তে পারল না।

বুঝতে পারল আর কোনদিনই তারা উড়তে পারবে না। হায়-হায় করে উঠল মাছির দল। ভাবল, কি বোকা আমরা, লোভে পড়ে সামান্য সুখের জন্যে আমরা নিজেদের বিপদ ডেকে আনলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ