একদিন এক কুকুর
মুখে করে এক টুকরো মাংস নিয়ে সাঁকোর ওপর দিয়ে একটা খাল পার হচ্ছিল। সাঁকোর ওপর
দিয়ে যাওয়ার সময় খালের পরিষ্কার জলে সে তার নিজের ছায়া দেখতে পেল। নিজের
ছায়াকে সে ভাবল আরেকটি কুকুর মাংস মুখে।
তার মনে হল আমি
যদি ওই কুকুরের মুখের মাংসটা কেড়ে নিতে পারি তাহলে আমার দু’ টুকরো মাংস হবে। এই ভেবে সে যেই না জলের মধ্যে
ছায়া-কুকুরটাকে ভয় দেখাবার জন্যে ঘেউ-ঘেউ করে উঠল, অমনি তার মুখ থেকে মাংসের টুকরোটা জলে পড়ে
গেল।
তারপর সে বোকার মতো জলের দিকে তাকিয়ে থাকল। আর বুঝতে পারল নিজের যেটুকু আছে তাতে খুশি না হয়ে অন্যের জিনিসে লোভ করলে নিজেরটাও হারাতে হয়।
0 মন্তব্যসমূহ