একটি কুকুর আর একটি মোরগের দারুণ ভাব ছিল। তারা দুজন একদিন বেড়াতে-বেড়াতে এক বনের মধ্যে গিয়ে হাজির হল।
তারপর রাত হয়ে যেতে মোরগ একটি গাছের ওপর আর কুকুরটা সেই গাছের নিচে শুয়েই রাত কাটাল।
মোরগদের স্বভাব হচ্ছে ভোরবেলাতেই কঁকর-কঁকর-কঁ করে ডেকে ওঠা। তাই ভোর হতেই মোরগটা ডেকে উঠল।
ডাক শুনেই একটি শিয়াল মনে-মনে ভাবল যেভাবেই হোক ওই মোরগটাকে ধরে আজ খেতেই হবে। এই ভেবে সে দূর থেকে মোরগকে বলল, মোরগ ভাই, তুমি কত ভালো। ভোরবেলাতেই কেমন মধুর স্বরে ডাক দিয়ে তুমি সকলের ঘুম ভাঙিয়ে দাও। আমি তোমার ডাক শুনেই এখানে এসেছি। তুমি গাছের ডাল থেকে নেমে এসো আমরা একটু আনন্দ করি।
মোরগ শিয়ালের চালাকি বুঝতে পেরে বলল, ভালোই তো। তা তুমি গাছের নিচে এসো, আমিও গাছ থেকে নিচে নামছি।
মোরগের কথা শুনে যেই না লোভী শিয়ালটা গাছের নিচে এসেছে অমনি গাছের পিছন থেকে কুকুরটা বেরিয়ে এসে দাঁত আর নখ দিয়ে শিয়ালটাকে টুকরো-টুকরো করে মেরে ফেলল।
0 মন্তব্যসমূহ