কচ্ছপ খুবই আস্তে-আস্তে চলে, তাই এক খরগোশ একটি কচ্ছপকে এনিয়ে খুবই ঠাট্টা করত। একদিন আবার ওইরকম ঠাট্টা করাতে কচ্ছপ হেসে বলল, ঠিক আছে ভাই, কথা কাটাকাটি করে কি হবে, তারচেয়ে একটা দিন ঠিক করো। ওইদিন আমরা দুজনেই একটি জায়গা থেকে যাত্রা শুরু করে আর এক জায়গায় যাব। দেখা যাবে কে আগে পৌঁছতে পারে।
খরগাোশ বলল, অন্য দিন কেন, আজই পাল্লা হয়ে যাক না। দেখা যাবে কে কত জোরে চলতে পারে।
এরপর সেইমতো ওরা দুজনেই একটি জায়গা থেকে চলতে শুরু করল। ঠিক হল নির্দিষ্ট একটি জায়গায় গিয়ে তারা থামবে।
যাত্রা শুরু হওয়ার সঙ্গে-সঙ্গে কচ্ছপ একটুও না থেমে চলতেই থাকল, চলতেই থাকল। এদিকে খরগোশ ভাবল, আমি যা জোর দৌড়তে পারি তার সঙ্গে কচ্ছপ মোটেই পারবে না। আমি বরং একটু ঘুমিয়ে নিই, তারপর ঠিকই কচ্ছপের আগে পৌঁছে যাব। এই ভেবে সে ঘুমিয়ে পড়ল।
বেশ কিছুক্ষণ পর খরগোশের ঘুম ভাঙতে সে পাঁই-পাঁই করে দৌড় শুরু করে দিল। কিন্তু হায়, সে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখতে পেল কচ্ছপ তার অনেক আগেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে।
0 মন্তব্যসমূহ