ঠিক মতো খেতে পেলে আর তাদের সারা শরীর নিয়মমাফিক দলাই-মলাই করে দিলে ঘোড়ারা দেখতে চকচকে আর সুন্দর তো হয়ই উপরন্তু এতে তাদের শক্তিও বাড়ে। কিন্তু ঠিক মতো খেতে না দিয়ে যদি শুধুই দলাই-মলাই করা হয় তাতে কোনো ফলই হয় না।
এক সময় কোনো এক আস্তাবলের সহিস ঘোড়ার দৈনন্দিন বরাদ্দ খাবারের কিছুটা অংশ বিক্রি করে দিয়ে উপরি পয়সা রোজগার করত। তবে তার খাবার চুরি করে বেচে দিলেও তাকে নিয়মমাফিক দলাই-মলাই করাতে কিন্তু সে কোনোরকম ফাঁকি দিত না। বরং বলা যায় সাধারণত যতক্ষণ যেভাবে ঘোড়াকে দলাই-মলাই করতে হয় তার চেয়ে বেশিই সে দলাই-মলাই করত। কিন্তু তাতে কি আর কিছু হয়! এমনিতেই কম খেতে পেয়ে ঘোড়াটা দিন-দিন রোগা আর দুর্বল হয়ে পড়ছিল। তার ওপর বেশি দলাই-মলাইয়ে তার গায়ে-গতরে ব্যথা হয়ে যাচ্ছিল।
শেষ পর্যন্ত কষ্ট সহ্য করতে না পেরে একদিন ঘোড়া বলে উঠল, ভাই সহিস, আমাকে যদি সত্যি সত্যিই তুমি সুশ্রী আর সুন্দর করে তুলতে চাও তাহলে আমাকে ঠিকমতো খেতে দাও। ঠিকমতো খেতে না দিয়ে শুধুই দলাই-মালাই করলে কিছুই হবে না।
0 মন্তব্যসমূহ