Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। বাঘ ও ভেড়ার বাচ্চা




একদিন এক বাঘ এক ঝরনায় জল পান করতে করতে দেখতে পেল নিচের দিকে একটা ভেড়ার বাচ্চা জল পান করছে। বাঘটা ভাবল ওই ভেড়ার বাচ্চাকে মেরেই আজ আহার সারব। কিন্তু বিনা দোষে তো একজনকে মেরে ফেলা ভালো দেখায় না। তাই ওর দোষ দেখিয়ে ওকে মারতে হবে। এই ভেবে বাঘটা এক লাফে ভেড়ার বাচ্চার কাছে হাজির হয়ে বলল, এই পাজী, তোর এত বড় স্পর্ধা, আমি জল পান করছি দেখেও তুই সেই জল ঘোলা করছিস ?

ভেড়ার বাচ্চা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সে কি বলছেন মশাই! আমি তো নিচে জল পান করছি আর আপনি ওপরে জল পান করছেন। নিচের জল ঘোলা করলেও ওপরের জল ঘোলা হতে পারে না।

বাঘ বলল, সে যাই হোক, এক বছর আগে তুই আমাকে যা-তা বলে গালি দিয়েছিলি, আজ আমি তার শাস্তি দেব।

ভেড়ার বাচ্চা বলল, আপনি অন্যায় অভিযোগ করছেন। এক বছর আগে আমার জন্মই হয়নি। তাহলে আমি আপনাকে গালি দেব কীভাবে ?

বাঘ বলল, হ্যাঁ, তাও বটে। তাহলে সেটা নিশ্চয়ই তোর বাপ ছিল। তা তুইও যা, তোর বাপও তা। আমি তোর কোনো ওজরই শুনতে চাই না। এই বলে বাঘটা ভেড়ার বাচ্চাকে মেরে ফেলল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ