Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। কচ্ছপ ও ঈগল পাখি

 


আহা, পাখিরা কেমন আকাশে উড়ে বেড়ায়, কিন্তু আমি পারি না! এই দুঃখ ছিল এক কচ্ছপের মনে। অর এই দুঃখ করতে-করতেই তার মনে এমন ধারণা হয়ে গিয়েছিল যে, কেউ যদি তাকে আকাশে উঠিয়ে দেয় তবে সে আকাশে উড়তে পারবে।

একদিন সে একটি ঈগল পাখির কাছে গিয়ে বলল, ভাই, তুমি যদি একটিবার আমাকে আকাশে উঠিয়ে দাও তবে সাগরের নিচে যত রত্ন আছে সবই আমি তুলে এনে তোমাকে দেব। আমার ভাই আকাশে উড়তে বড়ো ইচ্ছা করছে।

ঈগল বলল, শোন ভাই, তুমি যা ভেবেছ তা মহা ভুল। যার মাটিতে ঘুরে বেড়ায় তারা কখনই আকাশে উড়তে পারে না। তুমি এ পাগলামি ছেড়ে দাও। আমি তোমাকে আকাশে উঠিয়ে ছেড়ে দিলেই তুমি পড়ে যাবে। আর পড়ে যাওয়ার ফলেই হয়তো তোমার মৃত্যুও ঘটবে।

কচ্ছপ তবুও ঈগলের কথা শুনল না, বলতে থাকল, তুমি আমাকে উঠিয়ে দাও না, আমি নিশ্চয়ই উড়তে পারব। আর যদি না পারি তো মরব। তোমাকে সে ভাবনা ভাবতে হবে না।

তখন ঈগল মৃদু হেসে কচ্ছপকে নিয়ে আকাশের অনেক ওপরে উড়ে গেল। তারপর বলল, তাহলে এবার তুমি উড়তে আরম্ভ করো। এই বলে ওপর থেকে ছেড়ে দিল।

সঙ্গে-সঙ্গে অনেক উঁচু থেকে একটি পাহাড়ের ওপর পড়ে কচ্ছপের দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ