একবার এক জঙ্গলে একটি খরগোশকে ধরবার জন্যে একটি শিকারী কুকুর তাকে তাড়া করল। খরগোশ এমন দৌড় লাগাল যে হাজার চেষ্টা করেও কুকুর তাকে ধরতে পারল না। খরগোশ প্রাণের ভয়ে এত জোর দৌড়তে থাকল কুকুরের নাগালের বাইরে চলে গেল।
এক রাখাল ওদের এই দৌড় দেখছিল। কুকুর ফিরে এলে সে তাকে ঠাট্টা করে বলল, তুমি এত বড়ো জন্তু হয়েও সামান্য ওই ছোট্ট জন্তটার সঙ্গে পারলে না ?
কুকুর ম্নান হেসে বলল, ভাই রে, প্রাণের ভয়ে দৌড়ানো আর শিকার ধরবার চেষ্টায় দৌড়ানো, এই দুইয়ের মধ্যে যে কি বিরাট ফারাক তা তুমি জানো না।
0 মন্তব্যসমূহ