Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। কাক ও জলের কলসী



কোথাও একফোঁটা জলের সন্ধান না পেয়ে প্রচণ্ড তৃষ্ণায় ছটফট করতে-করতে উড়ে বেড়াচ্ছিল একটি কাক। হঠাৎ একটি জলের কলসী দেখতে পেয়ে সে মহানন্দে কলসীর ওপর নেমে এল।

কিন্তু কলসীতে জল এতই নিচে পড়ে ছিল যে কাকটি কলসীর মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েও জলের নাগাল পেল না। তখন সে কলসীটা ভেঙে ফেলবার চেষ্টা করল, কিন্তু তাও পারল না। তারপর সে কলসীটা উল্টে ফেলবার চেষ্ট। করল, তার শরীরে সমস্ত শক্তি দিয়ে তাতেও সফল হল না।

তখন তার নজর পড়ল কাছেই পড়ে থাকা ছোটো-ছোটো পাথরের দিকে। তার মাথায় সঙ্গে-সঙ্গে বুদ্ধি খেলে গেল। সে তখন ওই পাথরের টুকরোগুলো একটা-একটা করে তুলে এনে কলসীর মধ্যে ফেলতে লাগল। আর জল ও একটু-একটু করে ওপরে উঠতে থাকল। এমনি করে একসময় কলসীর মুখের কাছে জল উঠে এল। জল উঠে আসতে কাকটি জল পান করে তার তৃষ্ণা মেটাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ