Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

কথামালার গল্প ।। একচোখা হরিণ



একটি হরিণ ছিল। তার একটি চোখ অন্ধ। সে যে বনে থাকত তার পাশেই ছিল একটি নদী। আর যেহেতু নদীর দিক থেকে বিপদ আসবার সম্ভাবনা নেই তাই সে সব সময় অন্ধ চোখটা নদীর দিকে রেখে ঘুরে বেড়াত। ফলে বনের দিক থেকে কোনো বিপদ আসছে কিনা তা সে নজর রাখতে পারত।

হঠাৎ একদিন এক শিকারী নৌকায় চড়ে ওই নদী দিয়ে যেতে-যেতে ওই হরিণকে দেখতে পেল। আর সঙ্গে-সঙ্গে সে হরিণকে লক্ষ্য করে তীর ছুঁড়ল। তীরটা সরাসরি হরিণের বুকে এসে বিঁধল।

যন্ত্রণায় ছটফট করতে-করতে হরিণ মারা যাওয়ার সময় ভাবল, হায়রে, বিপদ আসতে পারে ভেবে আমি সব সময় সতর্ক হয়ে যেদিক সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিন্ত ছিলাম সেইদিক থেকে বিপদ না এসে বিপদ এল যেদিকটা আমি নিরাপদ ভেবে এসেছি এতকাল!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ