বনের পাশের রাস্তা দিয়ে একদিন দুই বন্ধু হাঁটতে-হাঁটতে যাচ্ছিল। হঠাৎ বন থেকে একটা ভালুক বেরিয়ে এল। ভালুককে দেখে এক বন্ধু ভয় পেয়ে তাড়াতাড়ি দৌড়ে পাশের একটা গাছে চড়ে পড়ল। সে পালানোর সময় তার বন্ধুটির কি অবস্থা হবে তা সে ভেবেই দেখল না।
দ্বিতীয় বন্ধুটি সঙ্গে-সঙ্গে ভেবে নিল তার একার পক্ষে ভালুকটার সঙ্গে লড়াই করা সম্ভব নয়, তার ওপর তার পালাবারও উপায় নেই। তাই সে তাড়াতাড়ি মাটির ওপর নিঃশ্বাস বন্ধ করে মড়ার মতো শুয়ে পড়ল। কারণ সে শুনেছিল ভালুক মরা মানুষ স্পর্শ করে না।
ভালুক এসে তার নাক, কান, মুখ, বুক, শুঁকে-শুঁকে মড়া ভেবে চলে গেল।
এদিকে ভালুকটা চলে যেতেই গাছে চড়া বন্ধুটি গাছ থেকে নেমে এসে নিচে থাকা বন্ধুটিকে জিজ্ঞাসা করল, ভালুকটাকে দেখলাম তোমার কানের কাছে অনেকক্ষণ মুখ রেখেছিল। ও তোমায় কি বলল ভাই ?
দ্বিতীয় বন্ধু বলল, ভালুক বলে গেল যে, বিপদের সময় যে বন্ধু বন্ধুকে ফেলে পালায় তাকে কখনও বিশ্বাস করা উচিত নয়।
0 মন্তব্যসমূহ