Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

ঝলমল ঝিক মিক ।। মৃদুল দাশগুপ্ত, Wonderful rhyme, Spread the word of childhood, Expectative rhyme





 ঝলমল করে তারা, ঝলমল করে

শত শত কচি কাঁচা বাংলার ঘরে

দল বেঁধে ঘোরে তারা, একা একা কেউ

নদীর কিনারে বসে গুনে যায় ঢেউ।

সাধ জাগে গিয়ে বসি তার পাশটিতে

শুধোই, কী নাম খুকু?  পড়ো ক্লাস থ্রি-তে?

 

ঝিক মিক করে তারা, করে ঝিক মিক

ছোটো তারা, এদেশের শিশু নাগরিক।

তাদের মনের কথা জানবার আশে

আমি ঘুরি আমি উড়ি তোমাদের পাশে।

পুকুরে যেই না ঝাঁপ দাও তুমি ছেলে

আমিও সাঁতার কাটি শত কাজ ফেলে।


ঝক ঝক করে তারা, ঝক ঝক করে

জেলায় জেলায় গ্রামে নগরে নগরে।

তাদের ভেতরে যারা পিঠে নিয়ে বোঝা

ভারা বেয়ে উঠে যায় দশতলা সোজা

চায়ের কেটলি, ভাঁড়, হাতে নিয়ে ছোটে

ধরতে ভোরের ট্রেন, মাঝরাতে ওঠে

ঝিলমিল করে তারা, সেই ঝিলিমিলে

দিন বদলের ধ্বনি নিখিলে নিখিলে।


প্রকাশিত- চিরকালের ছেলেবেলা । মে ২০১৪ 

Topic : Wonderful rhyme, Spread the word of childhood, Expectation rhyme, ছড়ায় আঁকা গ্রাম নগরের ছেলেবেলার ছবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ